Tuesday, November 29, 2022

RE:KATZRONNIE:Congratulations&Welcome! *-*T71

আমাদের দেশে গলার ক্যান্সার বা কণ্ঠনালির ক্যান্সারের প্রকোপ বেশি। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান কণ্ঠনালির ক্যান্সারের অন্যতম কারণ। ধূমপান এর সাথে যদি কারো মধ্যপান এর অভ্যাস থাকে,তাহলে তার ক্ষেত্রে দিগুণ ঝুকি বেড়ে যায়। স্বরের পরিবর্তন ২১ দিনের মধ্যে ভালো না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। ব্যক্তির রোগের ইতিহাস, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। গলার ক্যান্সার বা কণ্ঠনালির ক্যান্সারকে মোটেও অবহেলা করা উচিত নয়। কণ্ঠনালির ক্যান্সার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করে চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। এ রোগের সব ধরনের চিকিৎসা, যেমন-সার্জারি, কেমোথেরাপি ও রেডিওথেরাপি আমাদের দেশেই রয়েছে। কন্ঠনালীর অপব্যবহার করবেন না: ১) জনসমাবেশ / কোলাহলপূর্ণ পরিবেশে জোরে কথা না বলা। ২) ঘাড় ও কানের মধ্যে ফোন চেপে ধরে কথা বললে ঘাড় ও শব্দযন্ত্রের মাংস পেশিতে টান লাগে। কারণ আমরা যখন কথা বলি, কন্ঠনালীর সঙ্গে আশে-পাশের মাংস পেশীরও সাহায্য লাগে। তাই মোবাইলে কথা বলার সময় খেয়াল রাখতে হবে বিষয়টা। ৩) জনসমাবেশ বা বড় লেকচার গ্যালারীতে ব্যবহৃত মাইক ছাড়া জোরে কথা বললে কন্ঠনালীর উপর বেশি চাপ পড়ে। ৪) অনেক সময় প্রচণ্ড গরমের মধ্যে বাইরে থেকে এসেই হুট করেই আমরা ফ্রিজের ঠাণ্ডা পানি পান করি, যা আমাদের গলার জন্য ক্ষতিকর। হঠাৎ ঠাণ্ডা পানি পান করলে গলা ভেঙে যেতে পারে, এতে কণ্ঠের স্বাভাবিক সুরের ব্যত্যয় ঘটে। ৫) কণ্ঠ সুস্থ রাখতে কিছু বদ-অভ্যাস পরিহার করতে হবে। বিশেষ করে ধূমপান গলার স্বর পরিবর্তন করে দিতে পারে। ধূমপানের কারণে কণ্ঠে বিভিন্ন রোগ দানা বাঁধে। কণ্ঠই যদি হয় জীবিকা চালানোর অবলম্বন, তাহলে ধূমপানসহ অন্যান্য মাদক সেবন থেকে নিজেকে দূরে রাখুন। গলার স্বরভাঙ্গাকে কখনই অবহেলা করবেন না। মনে রাখবেন স্বর / কন্ঠ অবশ্যই মহান সৃষ্টিকর্তার অনন্য উপহার। ডা. মো. আব্দুল হাফিজ (শাফী),
Congratulations & Welcome! KATZRONNIE
»» Click Here ««


Learn more Adam & Team FameBitআসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা আরিয়ান নামের অর্থ কি জানবো অনেকে ভিবিন্ন নামের অর্থ খুজে থাকেন।আর আরিয়ান নামটি কমন একটি নাম। নাম হল এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যা কোনওকিছুর পরিচিতি প্রদান করে তা সে জীব ও জড় উভয় ক্ষেত্রেই।আমরা কোনওকিছুই সেটির একটি বিশেষ নাম ব্যতীত সেটিকে উদ্দিষ্ট করতে পারি না, তাই জগতের যেকোনও কিছুকেই উল্লেখ করার জন্য প্রয়োজন পড়ে তার একটি নামের, যা সেগুলির কিছু স্বাভাবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে আমাদের মনুষ্য জাতির দ্বারাই সৃষ্ট।অন্য যেকোনও জিনিসের ক্ষেত্রেই তো আমরা ইচ্ছে করলেই তার নামটা বদলে ফেলতে পারি কিন্তু মানুষের বেলায়? নাম মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গীকভাবে জড়িত যা সারাজীবন ধরে তার সাথে থাকে এঁটুলির মত লেগে।তা শুধু তাকে সম্বোধন করার জন্যই নয়, তার মধ্যে থাকা শক্তি, সম্ভাবনা, গুণাবলী সবকিছুকেই ফুটিয়ে তুলতে পারে একটি নাম যা সমাজে সকলের মাঝে এনে দেয় তাকে তার পরিচিতি।একথা বিশ্বাস করা হয় যে শিশুর একটা ভাল নাম রাখলে তা তার মধ্যে একটা উন্নতচেতা মনোভাব গড়ে তোলার পাশাপাশি জীবনে সাফল্য, সৌভাগ্য, সুখ, শান্তি সমৃদ্ধি বয়ে আনে।তাই কোনও শিশুর নামকরণের ক্ষেত্রে সে ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়া অবশ্যই প্রয়োজন। আপনি কি জানতে চান আরিয়ান নামের অর্থ কি ? ,Aryan name meaning in Bengali ? ,Aryan নামের অর্থ ? ,Arian name meaning in Bengali ? ,Arian নামের অর্থ ? , আরিয়ান কি ইসলামিক নাম ? তাহলে এই পোষ্টটি আপনার জন্যই । আসসালামুআলাইকুম। আপনাকে স্বাগতম আমাদের স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ এর সংগ্রহশালায়। আপনি কি আপনার প্রিয় মেয়ে শিশুর জন্য স দিয়ে মেয়েদের ইসলামিক নাম, স দিয়ে মেয়েদের নামের তালিকা, স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ, স দিয়ে মেয়েদের ইসলামিক নামের তালিকা, স দিয়ে মুসলিম ছেলে শিশুর নাম, স দিয়ে মেয়েদের আধুনিক নাম, স দিয়ে মুসলিম মেয়েদের আধুনিক নাম, স দিয়ে মেয়েদের আধুনিক ইসলামিক নাম খুজছেন? তাহলে আপনি একদম ঠিক যায়গায় এসেছেন। মেয়ের নাম বাছাই করার সময় খেয়াল রাখবেন যেন স দিয়ে পছন্দ করা নামটির সুন্দর একটি ইসলামিক অর্থ থাকে। আসসালামুআলাইকুম। আপনাকে স্বাগতম আমাদের স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ এর সংগ্রহশালায়। আপনি কি আপনার প্রিয় মেয়ে শিশুর জন্য স দিয়ে মেয়েদের ইসলামিক নাম, স দিয়ে মেয়েদের নামের তালিকা, স দিয়ে মেয়েদের আপনি যদি এই প্রথমবার কোনও পুত্র সন্তানের মা হয়ে থাকেন তবে তার জন্যও একটি সুন্দর নাম খোঁজার অভূতপূর্ব অভিজ্ঞতাটি উপলব্ধি করার সুযোগ আপনি নিশ্চই কিছুতেই হাতছাড়া করতে চাইবেন না।কিন্তু আপনার ছেলেকে নিয়ে দেখা স্বপ্ন, আশা–আকাঙ্খাগুলিকে কীভাবে একটা অসাধারণ নামের সাহায্যে তার মধ্যে ফুটিয়ে তুলতে পারেন, কোথা থেকেই বা সেরকম একটা নাম খুঁজে পেতে পারেন– এই সকল ব্যাপারে আপনি হয়ত বা একটু চিন্তিত হতেই পারেন, কিন্তু আপনার সব চিন্তা ও মুশকিল আসান করতে সবসময়ের মত আমরা হাজির আপনার পাশে।চটপট ভেবে দেখুন তো আপনি আপনার ছোট্টটার জন্য যদি 'স' দিয়ে একটা চমৎকার নাম রাখতে পারেন তবে ব্যাপারটা কেমন হয়!

No comments:

Post a Comment