Thursday, December 1, 2022

[KATZRONNIE]!** YOUR_ MEDICARE NoticeMRJ

KATZRONNIE! PLEASE CONFIRM RECEIPT
»» Click Here ««


সম্পর্কিত কর্ণাটকী রাগপ্রধান কিছু বাংলা গানের তালিকা দিতে পারবেন কি? কর্ণাটকি রাগ মানে দক্ষিণ ভারতীয় সুরের উপর বাংলা গান বলতে চাইছেন কি? তাহলে তো রবীন্দ্রসঙ্গীতের কথাই বলা যায়। রবীন্দ্রনাথ বিভিন্ন প্রাদেশিক সুরের উপর ভিত্তি করে গান সৃষ্টি করেছিলেন, তার মধ্যে কর্ণাটকি রাগগুলির উপরেও বেশ কিছু গান আছে। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও আরও হয়তো বাংলা গান আছে যা কর্ণাটকি রাগগুলির উপরে রচিত, কিন্তু এখানে শুধু রবীন্দ্রসঙ্গীতের মধ্যেই একে সীমাবদ্ধ রাখলাম। নিচে বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে কিছু দক্ষিণী সুরে প্রভাবিত রবীন্দ্রসঙ্গীতের তালিকা দেওয়া হল। মহীশূর ১। এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ ( মূল গান: লাবণ্য রামা, গীতিকার: ত্যাগরাজা) রাগ: পূর্ণ ষড়জরাগিনী, তাল: ত্রিতাল ২। আনন্দলোকে মঙ্গলালোকে ( মূল গান: কায়ৌ শ্রী গৌরী, মহীশূর জাতীয় সঙ্গীত) রাগ: ঝিঁঝিট (মহীশূরী ভজন), তাল: একতাল ৩। যদি আসে তবে কেন রাগ: দেশ মল্লার, তাল: একতাল ৪। এসো হে গৃহদেবতা রাগ: আনন্দ ভৈরবী, তাল: কাহারবা ৫। চিরবন্ধু চিরনির্ভর রাগ: মহীশূরী ভজন, তাল: ষষ্ঠী ৬। চিরসখা হে ছেড়োনা রাগ: বেহাগ টপ্পা, তাল: ত্রিতাল ৭। বিশ্ববীণারবে (মূল গান: নাদ বিদ্যা পরব্রহ্মরস) রাগ: শঙ্করাভরণ, তালফেরতা কর্ণাটক ১। আজি শুভদিনে (মূল গান: পূর্ণ চন্দ্রাননে) রাগ: কর্ণাটকি খাম্বাজ, তাল: একতাল ও ত্রিতাল ২। বড়ো আশা করে ( মূল গান: সখী বাবা ) রাগ: কর্ণাটকি ঝিঁঝিট, তাল: ত্রিতাল ৩। সকাতরে ওই ( মূল গান: চারিবর্ষ পর্যন্ত) রাগ: কর্ণাটি ভজন, তাল: একতাল মাদ্রাজ ১। বাজে করুণ সুরে ( মূল গান: নিতু/নীদুচরণ মূলে , গীতিকার: ত্যাগরাজা) রাগ: সিংহেন্দ্রমধ্যম, তাল: ত্রিপাদ (রবীন্দ্রসঙ্গীতে কাহারবা) ২। নীলাঞ্জন ছায়া ( মূল গান: বৃন্দাবন লোলা , গীতিকার: ত্যাগরাজা) প্রতিভা বা ভাল গলা/সুর না থাকলে কি কেউ 'গাইতে গাইতে গায়েন' হতে পারেন? গান কি যে কেউ শিখতে পারেন? গান শিখতে চাইলে কোন কথাগুলো মনে রাখা দরকার? ছোট বেলার থেকে গান না শিখে বড় হয়ে গান শিখলে কি ভালো গায়ক হওয়া সম্ভব? সরগম না করে কি ভাল গান করা যায়? গান শিখলেই কী শিল্পী হওয়া যায় নাকি গলা ভালো হওয়া প্রয়োজন আগে ? গান না শিখেও কি গানের গলা ভালো করা যায়? আমার বয়স ১৫ বছর। আমি কি গান শিখতে পারবো? গলার সুর ভাল করার উপায় কি দয়া করে বলবেন? সঙ্গীতকলায় কয়টি রাগ আছে? উক্ত রাগগুলি শোনার আদর্শ সময় বলে কিছু আছে কি? প্রতিটি প্রকারের সাথে একটি করে ইউটিউবের লিঙ্ক প্রদান করলে খুব ভালো লাগবে। গান শিখতে কি হারমোনিয়ামের ব্যবহার বাধ্যতামূলক? হারমোনিয়ামে কিভাবে গান তুলব? গলার সুর কি ভালো করা সম্ভব নাকি সৃষ্টিগতভাবে যেমন হয়, তেমন থাকে? গান সত্যিই কি কিছু সময়ের জন্য মন ভালো করে দিতে পারে? কিছু ভালো গান সুপারিশ করবেন কি? কিছু ভালো গান কোনগুলি? , গীতিকার: মুথুস্বামী দীক্ষিত) রাগ: পূর্ব কল্যাণী, তাল: আদি (রবীন্দ্রসঙ্গীতে কাহারবা) সব কটা রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে মূল গানগুলি দিতে পারিনি, যেগুলি পেয়েছি সেগুলি hyperlink এর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। কৃতজ্ঞতা স্বীকার: ইন্টারনেট এবং রবীন্দ্রনাথের ভাঙা গানের উৎস সন্ধানে দ্বিতীয় খণ্ড - সুনির্মল ভট্টাচার্য

No comments:

Post a Comment